ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

আসন্ন ঈদে হইচইয়ে ‘মহানগর ২’

‘হারুন এতো সহজে হারে না ’

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ মার্চ ২০২৩

‘হারুন এতো সহজে হারে না ’

মোশাররফ করিম

আসছে ঈদের বিশেষ চমক হিসেবে হইচই মুক্তি দিচ্ছে ‘মহানগর ২’। তারই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হলো এক মিনিটের টিজার। টিজারে ওসি হারুনের বেশে মোশাররফ করিম।

শনিবার (২৫ মার্চ) বিকালে প্রকাশ হয় সিরিজটির দ্বিতীয় সিজনের টিজার। যার ফলে প্রায় দুই বছরের অপেক্ষা শেষে দর্শকদের সামনে ফের হাজির হলেন ভয়ংকর ওসি হারুন। 

টিজারে যথারীতি চমকে দিলেন ওসি হারুন। ভয়েস ওভারে বলে গেলেন এই শহরের নির্মম বাস্তবতার গল্প এবং সেটিকে মোকাবিলা করার স্টেটমেন্ট। 

ওসি হারুন যথারীতি দর্শকদের মনে করিয়ে দিলেন দুটো পয়েন্ট- এক. নামটা হচ্ছে হারুন। দুই. হারুন এতো সহজে হারে না। 

এছাড়া নিপুণ ওসি হারুনের কণ্ঠে বলেছেন সিরিজটি নির্মাণের প্রেক্ষাপট। বললেন, এই মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিসে যায় সিস্টেমের চাকায়। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সাথে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।

এমএম

×