ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাগারে নায়িকা মাহিয়া মাহি

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ মার্চ ২০২৩; আপডেট: ১৬:২২, ১৮ মার্চ ২০২৩

কারাগারে নায়িকা মাহিয়া মাহি

আদালত প্রাঙ্গণে মাহিয়া মাহি

কারাগারে পাঠানো হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। শনিবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন। 

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহির রিমান্ড মঞ্জুর হয়নি।

জিএমপি সহকারি কমিশনার আসাদুজ্জামান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 

স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন মাহি। তার সঙ্গে দেশে ফেরেননি রাকিব। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

এর আগে শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় জমি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা করা হয়। উভয় মামলায় মাহি ও তার স্বামী রাকিব সরকারকে আসামি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বাসন থানার এসআই রোকন মিয়া।

এসআর

×