ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

সাহিল-প্রিয়ার নতুন মিউজিক ভিডিও

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সাহিল-প্রিয়ার নতুন মিউজিক ভিডিও

.

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হচ্ছে রোমান্টিক মিউজিক ভিডিওতুমি হৃদয়ের আয়না গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সংগীত আয়োজন করেছেন সাদ শাহ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। গানটিতে মডেল হয়েছেন সাহিল তালুকদার প্রিয়া চৌধুরী। ভিডিওতে ছিলেন এস কে জনি গানটি নির্মাণ করেছেন সাগর খান। তালুকদার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে বুধবার প্রকাশ পাচ্ছে গান।

প্রসঙ্গে মডেল অভিনেতা সাহিল তালুকদার বলেন, কণ্ঠশিল্পী রাজীবের গাওয়াতুমি হৃদয়ের আয়নাগানটি অসাধারণ। প্রথমবারের মতো প্রিয়া চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি রোমান্টিক মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। দর্শক ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল প্রিয়া চৌধুরী বলেন, সাহিল তালুকদারের সঙ্গে প্রথমবার কাজ করলাম। তাছাড়া গানটির সংগীতায়োজন অসাধারণ হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে। নির্মাতা সাগর খান বলেন, গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর নির্মাণ করেছি। আশা করছি সবার গানটি দেখে ভালো লাগবে।

 

monarchmart
monarchmart