ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

এম আই মিঠুর নতুন গান

প্রকাশিত: ২১:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

এম আই মিঠুর নতুন গান

এম আই মিঠু

‘তোর আগুনে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী এম আই মিঠু। এটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে এটি প্রকাশ হয়েছে। গানটির ভিডিওতে শিল্পী এম আই মিঠুর সঙ্গে সহশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোলন দে। সংগীতশিল্পীর বাইরে মিঠু একজন চিত্র ও ভাস্কর্য শিল্পী।

নিয়মিতভাবে গান লেখা ও সুরের কাজ করলেও মিঠুকে সে পরিচয় কখনো প্রভাবিত করে না। এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিঠুর ৯টি একক এবং তার ক্যারিয়ারের ৫৯টি গ্রুপ প্রদর্শনী সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, মিঠুর প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন আকাশ’। দ্বিতীয় একক ‘স্বপ্নের সাইকেল’।  সব মিলিয়ে নাটক, নাটিকা, টেলিফিল্ম, জিঙ্গেল ও বিজ্ঞাপনসহ প্রায় ২৫০টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান এই শিল্পী।

×