
অভিনেত্রী তাপসী পান্নু
সিনেমার মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেওয়ার তোড়জোড় প্রযোজক-পরিচালকদের। প্রত্যেকটি ছবি নির্মাণের নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি খুব জরুরি? প্রশ্ন তুললেন অভিনেত্রী তাপসী পান্নু।
১৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবিও কি দেবে সামাজিক কোনো বার্তা?
কলকাতায় ছবির প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তিনি প্রতিবাদের সুরে বলেন, আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য।
নায়িকা আরও বলেন, প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনো না কোনো বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।
দর্শকের সামনে সব সময় নতুন ভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন নায়িকা। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে।