
অপু বিশ্বাস
কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গীতশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ ছবিটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডল। সিনেমায় অপুর বিপরীতে আছেন গৌরব চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা প্রচারে অংশ নিতে সেখানে গিয়েছেন অপু বিশ্বাস। বুধবার দুপুরের ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ঠিক একই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নয় মাস পর তিনি ফিরলেন নিজভূমে।
বিষয়টি নিয়ে অপুর ভাষ্য, আমার অভিনীত কলকাতার প্রথম ছবি ‘আজকের শর্টকাট’ এর প্রচারণায় অংশ নেয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২৫ আগস্ট ঢাকা ফিরব। এরমধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাহাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন তিনি। অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সেও এক্সসাইটেড। আমার ছেলে এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্ব সহকারে নেই।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানের ঢাকা আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে তার কয়েক শ’ ভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নামে স্লোাগান দিতেও দেখা যায় তাদের।