ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

সিনেমার প্রচারে অপু কলকাতায়

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৯ আগস্ট ২০২২

সিনেমার প্রচারে  অপু কলকাতায়

অপু বিশ্বাস

কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসসঙ্গীতশিল্পী নচিকেতার লেখা গল্পে আজকের শর্টকাটছবিটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডলসিনেমায় অপুর বিপরীতে আছেন গৌরব চক্রবর্তীএছাড়াও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেইমুক্তি প্রতীক্ষিত এ সিনেমা প্রচারে অংশ নিতে সেখানে গিয়েছেন অপু বিশ্বাসবুধবার দুপুরের ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেনঠিক একই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খাননয় মাস পর তিনি ফিরলেন নিজভূমে

বিষয়টি নিয়ে অপুর ভাষ্য, আমার অভিনীত কলকাতার প্রথম ছবি আজকের শর্টকাটএর প্রচারণায় অংশ নেয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ২৫ আগস্ট ঢাকা ফিরবএরমধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাহাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন তিনিঅপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছপাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবেবাবাকে ওর বেশ পছন্দবাবা ফিরবে বলে সেও এক্সসাইটেডআমার ছেলে এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্ব সহকারে নেই

এর আগে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানের ঢাকা আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে তার কয়েক শভক্তব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নামে স্লোাগান দিতেও দেখা যায় তাদের