
.
নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর মডেল এই তিন মাধ্যমে সমান তালে কাজ করে চলেছেন এ প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। জসীম উদ্দিনের ‘কলিজায় দাগ লেগেছে’ সিনেমায় তার প্রথম অভিনয়। মুক্তির অপেক্ষায় তার অভিনীত দীপংকর দীপনের সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এরইমধ্যে বেশকিছু ভাল ভাল গল্পের খন্ড নাটকেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শাকিলা যুক্ত হলেন বৈশাখী টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘বউ শাশুড়ি’ নাটকে। এর চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন।
এই ধারাবাহিকের ৩৭৩ পর্ব থেকে দর্শক শাকিলা পারভীনের অভিনয় উপভোগ করছেন। নাটকে তিনি আরফান আহমেদের বিপরীতে অভিনয় করছেন। শাকিলা পারভীন বলেন, ‘বউ শাশুড়ি’ একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক। এতে আমি ঝিলিক চরিত্রে অভিনয় করছি। এইতো কদিন আগেই আবার এই ধারাবাহিকের শূটিংয়ে অংশ নিয়েছি। আমার কাছে পারিবারিক গল্পের এই ধারাবাহিকে অভিনয় করতে ভাল লাগছে। আকাশ রঞ্জন দাদার নির্দেশনাটাও ভীষণ উপভোগ করছি। তিনি বেশ যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেন। যে কারণে আমরা যারা এতে অভিনয় করছি তারাও যার যার চরিত্র ফুটিয়ে তুলতে ভীষণ আন্তরিকতা নিয়েই চেষ্টা করি। পুরো ইউনিটের আন্তরিকতায় মুগ্ধ। এদিকে এই প্রজন্মের একজন তরুণ অভিনেত্রী হিসেবে শাকিলা পারভীন সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারসিপ সামিট এ্যান্ড এ্যাওয়ার্ড ২০২২’ এ ভূষিত হয়েছেন।
শাকিলা অভিনীত নাটক ‘অন্তরজুড়ে’, ‘এক্স যখন কাজের মেয়ে’, ‘ব্যাকআপ বয়ফ্রেন্ড’, ‘স্টুপিড কাপল’ রয়েছে প্রচারের অপেক্ষায়। প্রচারের অপেক্ষায় রয়েছে তার অভিনীত ধারাবাহিক ‘ফার্মগেট’। শাকিলা পারভীন এরইমধ্যে বেলাল খান ও লোপা হোসেইনের ‘সুবহানাল্লাহ’ গানেও মডেল হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, শাকিলা অভিনীত ‘বউ শাশুড়ি’র গল্প টিপু আলম মিলনের।