ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দিঠি আনোয়ারের নতুন গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ১৫ জুলাই ২০২২

দিঠি আনোয়ারের নতুন গান

.

প্রজন্মের গর্ব অপু আমানকে নিয়ে নিজের মেয়ের জন্য দুটি গানের সুর সঙ্গীতের কাজ করালেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, প্রযোজক, কাহিনীকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারঅপুর সুরের প্রতি প্রবল আস্থা আছে বলেই গাজী মাজহারুল আনোয়ার তাকে দিয়েই তার মেয়ে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ারের জন্য তার নিজের লেখা দুটি গান রবি ঠাকুরঘড়ির কাঁটার কাজ করালেন অপুকে দিয়েএরইমধ্যে গান দুটিতে কণ্ঠও দিয়েছেন দিঠি আনোয়ারঈদের আগেই গান দুটির কাজ শেষ করেছেন দিঠি ও অপু আমানফেসবুক ম্যাসেঞ্জারে আমেরিকা থেকে দিঠি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দুটি গানের সুর শুনে আমি সত্যিই খুবই বিস্মিত হয়েছিপ্রথমেই গান দুটোর সুর শুনে যে কেউ এতটাই মুগ্ধ হবেন, মনে করবেন যে অভিজ্ঞ কোন সুরকারের সুরঅপুর ব্যাপারে আব্বুর কাছ থেকে বুক ভরা প্রশংসা শুনেছি আমিগান দুটি গেয়ে তা উপলব্ধি করলাম এবং আমার সঙ্গীত জীবনের ক্যারিয়ারে দুটি চমকার গান সম্পৃক্ত হলোআব্বুর কথা আর কী বলব, তিনি দীর্ঘকাল যাবত গান লিখে যাচ্ছেনএই বয়সে এসেও তিনি থেমে নেইএখনও তার গানে আধুনিকতার ছাপ মিলেআমরা স্বাচ্ছন্দ্যতা নিয়ে গাইরবি ঠাকুরকিংবা ঘড়ির কাঁটাদুটি গানই এক কথায় দারুণ

দিঠি জানান আমেরিকা থেকে ফিরেই তিনি এই দুটি গানের মিউজিক ভিডিও শেষ করেই দ্রুত ইউটিউবে প্রকাশ করবেনঅপু আমান বলেন, গাজী স্যার আমাকে নিজে থেকে ডেকে নিয়ে এই দুটি গানের কাজ দিয়েছেন, এটাই যেন আমার কাছে অনেক অনেক বড় প্রাপ্তিতিনি আমার ওপর আস্থা রেখেছেনএটা যে আমার জন্য কত্তো আনন্দের, ভাল লাগার তা আসলে ভাষায় প্রকাশের নয়দুটি গানের কাজ প্রসঙ্গে বলতেই হয়, দিঠি আপা এর আগে যত মৌলিক গান গেয়েছেন-আমার কাছে মনে হচ্ছে এই দুটি গানই এখন পর্যন্ত তার গাওয়া সেরা গানতার ভয়েজ এখন আরও অনেক ম্যাচিউরডযে কারণে তিনি গেয়েছেনও দারুণ

×