ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিলি যখন তরঙ্গিনী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২ জুলাই ২০২২

মিলি যখন তরঙ্গিনী

মিলি

নাটকের নাম তপস্বী ও তরঙ্গিনীলোক নাট্যদল প্রযোজিত বুদ্ধদেব বসু রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকীসম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এসএসিটি ওয়ার্ল্ড ফেস্টে মঞ্চস্থ হয় নাটকটিএই নাটকে তরঙ্গিনী রূপে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ে ফিরেছেন নন্দিত নাট্যাভিনেত্রী ফারহানা মিলিনাটকটি মঞ্চায়নের পর অনবদ্য অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পান ফারহানা মিলিসবে দুটি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড অর্জন করে নাটকটি

ফারহানা মিলি বলেন, দীর্ঘদিন পর আমার মঞ্চে ফেরা হলো, তাও আবার দেশের বাইরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মাটিতেএটা নিঃসন্দেহে অনেক আনন্দের, অনেক ভাল লাগারদলের জন্য অনেক বড় প্রাপ্তি- শো শেষে উসবের শেষ দিনে দুটি ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তিআমরা প্রত্যেকেই তাতে ভীষণ অনুপ্রাণিত হয়েছিবিশেষত, লাকী স্যারের চোখেমুখে যে আনন্দ এবং গর্ব অনুভব দেখেছি, তা সত্যিই আমাদের জন্য অনেক ভাল লাগারমিলি জানান, একই উসবে ২০১৪ সালে একই দলের কঞ্জুসনাটকটিও দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেফ্লোরিডাতে শো শেষ করে মিলিদের দল ২৬ জুন চলে আসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেসেখানে গেল ২৮ জুন জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বিপা আয়োজিত চ্যারিটিশোতে অনেক প্রবাসী বাঙালী উপস্থিত হয়েছিলেন

মিলি জানান, যুক্তরাষ্ট্র সফর তার অভিনয় জীবনে স্মরণীয় হয়ে থাকবেকারণ, একই সঙ্গে তিনি নিজে তরঙ্গিনী চরিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি এই নাটক উসবে দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে

উল্লেখ্য, গত ১৯ জুন থেকে লিয়াকত আলী লাকীর নেতৃত্বে  লোক নাট্যদলের ১৩ জন সদস্য যুক্তরাষ্ট্র সফর করছেনবাংলাদেশ ছাড়াও ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, ইতালি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যসহ ১১টি দেশের নাট্যদল এই উসবে অংশগ্রহণ করে

×