ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

‘মা’ চলচ্চিত্রে গাইলেন মমতাজ

প্রকাশিত: ০০:০৩, ২৬ নভেম্বর ২০২১

‘মা’ চলচ্চিত্রে গাইলেন মমতাজ

স্টাফ রিপোর্টার ॥ নাট্যনির্মাতা অরণ্য আনোয়ারের নির্মাণ চলতি সিনেমা ‘মা’। এরইমধ্যে সিনেমাটি নানা কারণে বেশ আলোচনায় এসেছে। এবার এ সিনেমায় গাইলেন ফোক স¤্র্রাজ্ঞী মমতাজ। এ গানে পর্দায় থাকবেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গল্পে দেখা যাবে-মা হবেন পরীমনি ! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো মমতাজের কণ্ঠে বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। আর সঙ্গীতায়োজন করেছেন মুন্তাসির তুষার। সুরকার মাহাদী ফয়সাল বলেন, মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাওয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা উনার প্রতি কৃতজ্ঞ। নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি উনাকে ছাড়া সম্ভব নয়। উনিও গানটি শুনে সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এ সিনেমায়। জানুয়ারি থেকে পরীমনিকে নিয়ে মাঠে নামবেন নির্মাতা অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
×