
অভিনেত্রী বন্যা মির্জার একটা সময় টিভি পর্দায় ছিল রাজস্বিক পদচারণা। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশনে তার উপস্থিতি নেই বললেই চলে। বন্যার সবকিছু একদিকে আর মঞ্চনাটক অন্যদিকে। শুরু থেকেই নিয়মিত ছিলেন মঞ্চে। কোন এক সময়ে প্রতি মাসেই থাকত বিভিন্ন নাটকের মঞ্চায়ন। সে সময় বন্যা বলতেন, অভিনয়টাকে মনে-প্রাণে ভালোবাসি, তাই মঞ্চে নিয়মিত। বলতে গেলে মাসের ত্রিরিশ দিনই মঞ্চের সঙ্গে কাটাই। নিত্য নতুন নাটক নিয়ে কাজ করি। আমার কাছে সব সময় মনে হয়, অভিনয়ের শিকড় হচ্ছে মঞ্চ। এখানে অভিজ্ঞতার শেষ নেই।
প্রায় দুই বছর ক্যামেরার সামনে নেই জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। টিভি নাটক-চলচ্চিত্র দুই মাধ্যম থেকেই দূরে আছেন তিনি। সর্বশেষ ‘ঘর গেরস্থি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনায় মাসুদুর রহমান রামিন। গেল বছর লকডাউনের আগে এটির শূটিং শেষ করেন তিনি। অভিনয় থেকে দূরে কেন বন্যা ? তার ভাষ্য, কয়েকবছর আমি কাজ কম করছি। তার ওপর কোভিড চলছে। এই সময়ে তাই কোন রিস্ক নেইনি। নিজেকে সুরক্ষিত রেখেছি। অনেক তারকা শিল্পী এখন নিয়মিত শূটিং করছেন, আপনি কখন কাজ শুরু করবেন কোন পরিকল্পনা আছে ? এ প্রসঙ্গে বন্যা বলেন, টিভি নাটক-চলচ্চিত্রে এখন কোন কাজ করছি না। কিন্তু মঞ্চ নাটকের সঙ্গে আছি। অনলাইনে নতুন একটি নাটকের মহড়া করছি। নতুন বছরের শুরুতে মঞ্চে নতুন নাটক নিয়ে আসবো। সেই প্রস্তুতি নিচ্ছি। একদিকে বন্যা অভিনয়ে নেই। অন্যদিকে গুঞ্জন রয়েছে এই অভিনেত্রী আমেরিকায় স্থায়ী হবার জন্য চেষ্ট করছেন। বর্তমানে তিনি সেখানেই আছেন। আরও দুই-তিন মাস সেখানে থাকবেন বলে জানান তিনি। এর আগে জুনে একবার দেশে ফেরেন। আমেরিকায় স্থায়ী হবার বিষয়টি নিয়ে আনন্দকণ্ঠের কাছে তিনি নিজেই মুখ খুললেন। অভিনেত্রী বলেন, করোনার সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি অভিনয়ের বাইরে একটি প্রতিষ্ঠানে জব করছি। এই সময়ে হোমওয়ার্ক করার সুযোগ ছিল। তাই এই সময়ে আগে একবার আমেরিকায় এসে কিছুদিন ছিলাম। দ্বিতীয়বার আবার এলাম। সত্যি বলতে, এখানে স্থায়ীভাবে থাকার জন্যও প্ল্যান হচ্ছে। কাগজপত্র ঠিক করছি। দেখা যাক কি হয়। তবে এর বাইরেও আমি আগে থেকেই দেশ-বিদেশে আসা যাওয়া করছি। দীর্ঘ সময় মিডিয়াতে যুক্ত আছেন, এদিকে এখন শোবিজের শিল্পীদের নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য শোনা যায়, যেটি একটা সময় খুব বেশি ছিল না, এটিকে আপনি কিভাবে দেখেন ? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শোবিজ বা মিডিয়া বলতে অনেকগুলো প্রতিষ্ঠানকে বোঝায়। তবে আমি নির্দিষ্টভাবে নাট্যাঙ্গন নিয়ে কথা বলি। তাহলে সবার জন্য ভালো হয়। আমাদের এখন সবকিছু বদলের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই বদলের শেষ কোথায় ? একটা সময় নির্মাতাদের গুরুত্ব ছিল অন্যরকম।
নির্মাতারা শিল্পী নির্বাচন করতেন কিন্তু এখন আর সেটি নেই। এদিকে আবার রাতারাতি তারকা হবার প্রতিযোগিতাও চলছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ভিউ নির্ভর শিল্পীদের প্রাধান্য দিচ্ছেন। একটা বিষয় জানা জরুরী, একজন মানুষ অনেকের পরিচিত হতে পারেন, তাই বলে সবার প্রিয় না। এখানেও আমরা কেউ কেউ পরিচিতদের জনপ্রিয় বলছি। আমি মনে করি, সঠিক মানুষদের আমাদের মূল্যায়ন করা উচিত।