ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ঈদের নাটক ‘সদা সত্য কথা বলিবো’

প্রকাশিত: ২১:৩৮, ৪ জুলাই ২০২১

ঈদের নাটক ‘সদা সত্য কথা বলিবো’

সংস্কৃতি ডেস্ক ॥ সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে অপূর্বকে নিয়ে একটি ঈদ নাটক নির্মাণ করলেন রুবেল হাসান। রাজীব আহমেদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর। সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের নাম ‘সদা সত্য কথা বলিবো’। অপূর্বর ভাষ্যে তার চরিত্রটি এমন, ছেলেটা থাকে অনেক সৎ। কখনও মিথ্যা কথা বলে না। বলতে পারেও না। কিন্তু মিথ্যা না বলতে পারার কারণে অনেক চাপের মধ্যে থাকতে হয় তাকে। কখনও মিথ্যাবাদীদের সাথে কথায় পেরে ওঠে না। হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নিলো, মিথ্যা বলা শুরু করবে। যেই ভাবনা সেই কাজ। কিন্তু মিথ্যা বলা শুরু করার পরে দেখল আগের থেকে এখন আরও বেশি ঝামেলায় পড়া শুরু করল। তখন সে আবার সিদ্ধান্ত নিলো সদা সত্য কথা বলিবো, কখনও মিথ্যা বলব না। নির্মাতা রুবেল হাসান বলেন, মাত্রই শূটিং শেষ করলাম। অনেক সীমাবদ্ধতার মধ্যে এই করোনাকালে আমাদের জীবন বাজি রেখে কাজটি করতে হলো। আমরা চেয়েছি এই নাটকটির মাধ্যমে একটি ভালো বার্তা দিতে দর্শকদের। নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘সদা সত্য কথা বলিবো’। নাটকটি ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
×