ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে উদীচীর উদ্যোগ

প্রকাশিত: ১২:২৫, ২৬ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে উদীচীর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো মানুষের দেয়া প্রাণ’ দেশজুড়ে করোনাভাইরাস আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ শুরু করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। উদীচী কেন্দ্রীয় র্কাযালয়ে ২৩ মার্চ বিকেল চারটায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু হয়। উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনসহ সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। কয়েকজন ফার্মাসিস্ট এই কার্যক্রমে সহযোগিতা করেন। উদীচী কার্যালয়ে প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার তৈরি চলবে এবং শ্রমিক অঞ্চলে বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যে করোনা প্রতিরোধে দেশজুড়ে উদীচীর জেলা ও শাখাসমূহ নানা কার্যক্রম শুরু করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ, সচেতনতা সৃষ্টি করতে প্রচার কার্যক্রম ও শ্রমজীবী মানুষদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম। যে যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করে, মানুষের পাশে থেকে এই মহাদুর্যোগ মোকাবেলার আহ্বান জানাচ্ছে উদীচী।
×