ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘গন্তব্য’ নাটকে আবুল হায়াত

প্রকাশিত: ০৭:৪৮, ৬ জুলাই ২০১৯

‘গন্তব্য’ নাটকে আবুল হায়াত

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ছোটপর্দার একটি নাটকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন শক্তিশালী অভিনেতা আবুল হায়াত। জামাল হোসেনের ‘গন্তব্য’ গল্প অবলম্বনে এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এ নাটকে আবুল হায়াতকে অবসারপ্রাপ্ত এক বিচারকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। আবুল হায়াত বলেন, এখানে আমার চরিত্রের নাম বঙ্কেশর রায়। একটি পারিবারিক গল্পের কাহিনী। সবার ভালো লাগবে। কাজটি করে আমার ভালোলেগেছে। নির্মাতা ইয়ামিন ইলান বলেন, জামাল হোসেন স্যারের লেখা আমি অনেক পছন্দ করি। একদিন গল্প করতে করতেই তিনি আমাকে এই গল্পটি পড়তে দেন। আমার কাছে মনে হল এই গল্পটা চিত্রায়ন খুবই জরুরী। পুরানো বাংলা নাটক যে কারণে মানুষের মনে দাগ কাটত তার প্রধান কারণ ছিল গল্প। ‘গন্তব্য’ নাটকটি তেমনই একটি গল্প। আমি বিশ্বাস করি, আমাদের দর্শক হল ভাল নাটকের দর্শক। দর্শকের সামনে শুধু উপস্থাপন প্রয়োজন। এ নাটকে আবুল হায়াত ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, ইমতু, তিতান চৌধুরী, রাহুলসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে ই নেটওয়ার্ক। নাটকটি ১২ জুলাই রাত সোয়া ১১টায় এনটিভিতে প্রচার হবে।
×