ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থিয়েটারের ‘আমি’ নাটকের পঞ্চম প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ থিয়েটারের ‘আমি’ নাটকের পঞ্চম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ৪ অক্টোবর সন্ধ্যা সাতটায় বাংলাদেশ থিয়েটারের সপ্তদশ প্রযোজনা ‘আমি’ নাটকের পঞ্চম প্রদর্শনী হবে। মাহবুব আলমের রচনায় ‘আমি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। নাটকে একক অভিনয় করেন বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন ফজলে রাব্বী সূকর্ণ, আলোক পরিকল্পনায় কলকাতার জয়ন্ত মুখার্জী। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন শেখ জসিম। এ পর্যন্ত নাটকটির ৪টি সফল মঞ্চায়ন হযেছে। নাটকের গল্পে একজন শিল্পীর ব্যক্তিগত জীবনের নানা টানা পোড়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আমাদের সমাজে সব চেয়ে আকর্ষণীয় মানুষ একজন শিল্পী। কিন্তু একজন শিল্পীর শিল্পী হয়ে উঠতে নানা সামাজিক, আর্থিক প্রতিবন্ধকতা পার করতে হয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তবেই একজন শিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, কাক্সিক্ষত লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারে। শিল্পীর জীবনের নানা টানাপোড়নের বিষয়কে ঘিরেই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। একজন শিল্পী তার নিজের চর্চার বাইরে সামাজিক, অর্থনৈতিক নানা সমস্যার মধ্য দিয়ে থাকে এগিয়ে যেতে হয়। নানা সমস্যায় জর্জরিত হয়ে সে হাল ছেড়ে দেয়। তবে একসময় সে নিজের চর্চার কাছে শিল্পের কাছে ফিরে আসে। এমনি ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়েছে ‘আমি’ নাটকের কাহিনী। খন্দকার শাহ আলম বলেন, নাটকের বিষয়বস্তু ড. আইরিন পারভীন লোপার নির্দেশনা গুণে এটি দর্শকদের জন্য অন রকম আকর্ষণীয় হয়ে ওঠে। নাটকটি দর্শক গ্রহণ করায় আমি কৃতজ্ঞ।
×