ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আলোচনায় ‘দিওয়ানা মন’

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ মে ২০১৬

আলোচনায় ‘দিওয়ানা মন’

স্টাফ রিপোর্টার ॥ নুরুল ইসলাম প্রিতম পরিচালিত রোমান্টিক এ্যাকশন ঘারানার চলচ্চিত্র ‘দিওয়ানা মন’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই চলচ্চিত্রটি নিয়ে দর্শক মহলে বেশ আলোচনা হয়। বিশেষ করে চলচ্চিত্রের নবাগত অভিনেতা রাফি সালমানের সাবলীল এবং এ্যাকশনধর্মী অভিনয় দর্শকের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখে অনেকটাই উচ্ছ্বসিত পরিচালক নুরুল ইসলাম প্রিতম, অভিনেতা রাফি সালমানসহ অন্য কলাকুশলীরা। তবে দর্শক চাহিদা থাকা সত্ত্বেও কাকরাইলের সিন্ডিকেটের কারণে প্রত্যাশিত হল না পাওয়ায় অনেকটাই ক্ষুব্ধ তিনি। কারণ তিনি মনে করেন চলচ্চিত্রটি সবমিলিয়ে ভাল হয়েছে। কিন্তু পরিবেশকদের একটি চক্রের কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী হল পাননি। ফলে দেশের সব জায়গার দর্শকদের কাছে চলচ্চিত্রটি পৌঁছাতে পারেননি। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এ ধরনের সিন্ডিকেটের অনৈতিক কর্মকা- থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের আশু পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। এ প্রসঙ্গে পরিচালক নুরুল ইসলাম প্রিতম বলেন, চলচ্চিত্রটি মুক্তির পরপরই এটি নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। এর গল্প, গান এবং চিত্রায়ন ভাল হয়েছে। তরুণরা চলচ্চিত্রটি দেখতে চায়। তবে ফিল্মপাড়া বলে খ্যাত কাকরাইলেও বিশেষ সিন্ডিকেটের কারণে চলচ্চিত্রটি সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে পাবনার দুটি হলে অন্য সিনেমা চলছিল। কিন্তু আমাদের ‘দিওয়ানা মন’ চলচ্চিত্রের কথা শুনে স্থানীয় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এরপর তারা এই চলচ্চিত্রটি দেখার জন্য হলের সামনে মিছিলও করেছে বলে আমরা জানতে পেরেছি। একজন পরিচালক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তবে বিশেষ সিন্ডিকেটের কারণে দর্শকদের কাছে ফিল্মটি পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। চলচ্চিত্র প্রসঙ্গে নবাগত নায়ক রাফি সালমান বলেন, মুক্তির দিন থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে চলচ্চিত্রটি দেখেছি। চলচ্চিত্রটি প্রদর্শনীর সময় মুহুর্মুহু করতালি পেয়েছি। চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সাড়া দেখে আমি আপ্লুত। চলচ্চিত্রটি সবার কাছে পৌঁছাতে পারলে এটি নিয়ে আলোচনা হতো। ইতোমধ্যে সারাদেশ থেকেও ব্যাপক সাড়া পেয়েছি। সবমিলিয়ে আমি অভিভূত। সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতেও দর্শকদের পছন্দের কাজগুলোর সঙ্গে থাকতে পারি। ভাল অভিনয় ও ভাল গল্প নিয়ে নিয়মিতভাবে দর্শকদের সামনে আসতে চাই। প্রসঙ্গত, গত ২০ মে দেশব্যাপী মুক্তি পায় চলচ্চিত্র ‘দিওয়ানা মন’। চলচ্চিত্রে নবাগত রাফি সালমান ছাড়া আরও অভিনয় করেছেন অভিনেত্রী নির্জনা, জনপ্রিয় অভিনেতা ওমর সানী, ইলিয়াস জাভেদ, শাহীন, ঝিনুক, রেহানা জলি, ড্যানি রাজ প্রমুখ। এতে গান রয়েছে মোট পাঁচটি। গানগুলো লিখেছেন অরণ্য ভৌমিক এবং রেমো বিপ্লব। সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পড়শী, নির্ঝর, নাজনীন মিমি, রেমো বিপ্লব, মাসুদ। মনোয়ারা ইব্রাহিম নিবেদিত ২ ঘণ্টা ২৫ মিনিট ব্যাপ্তির ‘দিওয়ানা মন’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এ আর ফিল্মস ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রের চিত্রগ্রাহক এসডি বাবুল, সম্পাদনা করেছেন শহিদুল হক।
×