ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে ‘ড্রামাশপ’ এর যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:০৫, ২২ ডিসেম্বর ২০১৫

বিজয়ের মাসে ‘ড্রামাশপ’ এর যাত্রা শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ পেশাদারী নাট্যচর্চার আন্দোলনে একাত্ম হয়ে বিজয়ের মাসে আত্মপ্রকাশ করল থিয়েটার দল ‘ড্রামাশপ’। ‘নাট্যযজ্ঞে ঋদ্ধ হয়ে রাঙ্গাব পৃথিবী’ সেøাগানে সাংস্কৃতিক অঙ্গনের সমমনা একঝাঁক তরুণের উদ্যোগে যাত্রা করল নব-উদ্দীপনায়। নতুন এ থিয়েটার সংগঠনটি এরই মধ্যে দলের প্রথম প্রযোজনা ‘দ্বৈত মানব’ নাটকের মহড়া শুরু করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নিয়মিত মহড়া করা হচ্ছে বলে দল সূত্রে জানা গেছে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যপ্রতিভা এইচ আর অনিক। দলকে সমৃদ্ধ করতে প্রযোজনায় অংশ নিতে আগ্রহী নাট্যকর্মীকে আহ্বান জানিয়েছে ‘ড্রামাশপ’। রাজধানীতে বসবাসরত আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়ছে। ‘ড্রামাশপ’ প্রসঙ্গে দলটির অন্যতম সংগঠক ফারুক হোসেন শিহাব বলেন, নাট্যচর্চার পাশাপাশি এক ধরনের সামাজিক ও দেশত্মবোধের দায় থেকে আমাদের যাত্রা শুরু। থিয়েটারচর্চায় পেশাদারিত্ব প্রতিষ্ঠায় সকল নাট্যদলের সঙ্গে আমরা সহযাত্রী হয়ে এগিয়ে যেতে চাই। পাকশীতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ষোল জেলার সমন্বয়ে গঠিত রেলওয়ে পাকশী বিভাগীয় নিরাপত্তা বাহিনীর অষ্টম ব্যাচের পাসিং আউট উপলক্ষে শনিবার সন্ধ্যায় পাকশী প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমান্ডেন্ট শাহ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ডেন্ট আশাবুল আলম। পরে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শিল্পী পান্না, তুলি, কনা, অপর্ণা, চন্দনা, হাতেম আলী, সুমন। নৃত্য পরিবেশন করেন লোপা ও অর্চনা।
×