ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অ্যাকশনে প্রিয়াঙ্কা

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ২ জুলাই ২০২৫

অ্যাকশনে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

হলিউডের বেশ কিছু প্রজেক্টে অভিনয় করে এরই মধ্যে আলোচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আরও এক হলিউড সিনেমা এল তার। ‘হেডস অব স্টেট’ নামের এ সিনেমায় জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা। এতে তিনি অ্যাকশন হিরোর মতোই ভারী অস্ত্র হাতে লড়ছেন।  
হেডস অব স্টেট দুই রাষ্ট্রপ্রধানের গল্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চরিত্রে ইদ্রিস এলবা আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে আছেন জন সিনা। গল্পে তারা প্রতিদ্বন্দ্বী। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় তারা। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। ছিটকে পড়ে তারা। তবু শত্রুরা পিছু ছাড়ে না। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে ওঠে এ দুই রাষ্ট্রনেতা।
গল্পের মোড় ঘুরিয়ে দেয় প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র নোয়েল বিসেট। গল্পে সে একজন এম১৬ এজেন্ট। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। কিন্তু কাজটি এত সহজ নয়। কারণ তাদের ধাওয়া করেছে একদল সন্ত্রাসী। এর আগে ২০২১ সালে ‘দ্য সুইসাইড স্কোয়াড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন জন সিনা ও ইদ্রিস এলবা। সেটার শূটিংয়ের সময় থেকেই হেডস অব স্টেট নিয়ে চিন্তাভাবনার শুরু বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী বলেন, ‘দ্য সুইসাইড স্কোয়াডের পর জন সিনা ও ইদ্রিস এলবা আবারও একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। ওই সময় থেকে হেডস অব স্টেটের শুরু। আমি খুব খুশি যে তাদের এই জার্নিতে যুক্ত হতে পেরেছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’
ইলিয়া নাইশুলার পরিচালিত হেডস অব স্টেট সিনেমায় ভরপুর অ্যাকশন থাকলেও কমেডিতে মোড়া। ২ জুলাই প্রাইম ভিডিওতে এটি মুক্তি পেয়েছে। 

প্যানেল

×