ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অবশেষে কান উৎসবে আলিয়া ভাট

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২১ মে ২০২৫

অবশেষে কান উৎসবে আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় দক্ষতা দিয়ে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। অভিনয় ও পারিবারিক জীবন- সবদিকেই তার নৈপুণ্যের স্বাক্ষর লক্ষ্য করা যায়। শত কাজের মাঝেও আলিয়া ভাট তার ফিটনেসের ব্যাপারে সচেতন। এদিকে বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন তারকা জুটি। তাদের বিয়ের নিয়ে বেশ সরগোল ছিল সিনেমাপাড়া। বিয়ের পরের বছর প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই আছেন তারা। প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অনন্দ মুহূর্ত গুলোর ছবি ও ভিডিওতে।  এরমধ্যে গুঞ্জন ওঠে দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী!  গত ১৪ এপ্রিল তৃতীয় বিবাহ বার্ষিকী ছিল তারকা জুটির। বিবাহ বার্ষিকী ঘিরে নানা আয়োজন ছিল কাপুর পরিবারের। সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী ৩’।
আলিয়া এখন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন । এতে তার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এদিকে এ অভিনেত্রীর কান চলচ্চিত্র উৎসবে যোগ দেবার কথা ছিল। কান উৎসবের প্রথম দিনেই তিনি থাকবেন বলে সংবাদ প্রকাশ হয়। কিন্তু যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী।
অবশেষে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তে পালটেছেন আলিয়া ও তার সহকারী দল। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লালগালিচায় হাঁটবেন বলিউড অভিনেত্রী। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে।
গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় অংশ নিচ্ছেন বলিউডের কিছু তারকা। ৭৮ তম কান উৎসবে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরে রাতারাতি সংবাদের শিরোনাম হয়েছেন অভিনেত্রী। শুধু কি তাই- গত রোববার রেড কার্পেটে হাঁটতে এসেছেন ছেঁড়ে পোশাক পরে! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। পোশাক নিয়ে বেশ অস্বস্তি পড়েছেন তা ভিডিওতে স্পষ্ট। জামা ছেঁড়ার বিষয়টি আঁচ করতেই হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন উর্বশী। কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজপোশাক নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
কানের লাল গালিচায় হাটার জন্য কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাক পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি ঘটে। সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে বাম হাতের বাহুর নীচের অংশ ছেঁড়া।

প্যানেল

×