ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ভারত বিরোধী স্ট্যাটাসের সেই আবরারের সিনেমা মুক্তি পাচ্ছে আজ

প্রকাশিত: ১৪:৫২, ৩ ডিসেম্বর ২০২৪

ভারত বিরোধী স্ট্যাটাসের সেই আবরারের সিনেমা মুক্তি পাচ্ছে আজ

ছবি: সংগৃহীত

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘রুম নম্বর ২০১১’। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে। ২০১৯ সালের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্রলীগের কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

বুয়েটের সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে এটি। সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ ৩রা ডিসেম্বর। জাবির জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটি প্রিমিয়ার হবে। আজ জাবিতে শুধুমাত্র ২টি শো হবে। পাশাপাশি ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হয়েছে চলচ্চিত্রটি।

আজকের শোতে উপস্থিত থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার, জাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রশাসন, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন মিডিয়া ও তারকা ব্যক্তিত্ব।

এছাড়াও এতে উপস্থিত থাকবেন ‘রুম নাম্বার ২০১১’ এর শিল্পী ও কুশীলববৃন্দ এবং টিম জিসু এন্টারটেইনমেন্ট।

আশিকুর রহমান

×