
তাহমিনা সুলতানা মৌ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।
দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। নির্মাতা ও অভিনেতা সোহলে আরমানের ‘সংবাদ’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে। খুব শীঘ্রই এটির শূটিং শুরু হবে। বড় পর্দায় প্রথম সিনেমায় তিনি ‘জুলেখা’ হয়ে আসছেন বলে জানান।
তিনি আরও বলেন, ‘এ সিনেমার গল্পটা অনেক আগের। এক সময় জমিদার বাড়ি ছিল। সেই সময়ের গল্প। জুলেখা চরিত্রে ভালো অভিনয়ের সুযোগ আছে।’ সিনেমায় নাম লেখাতে এত বছর সময় কেন নিলেন? এ প্রশ্নের জবাবে মৌ বলেন, ‘আমার বড় বোন শাবনাজ এ দেশের সিনেমার নন্দিত অভিনেত্রী। তিনিসহ অনেকেই এক সময় সিনেমা থেকে দূরে সরে যান। সিনেমার অবস্থা খারাপ হয়ে আসছিল।
অশ্লীল সিনেমার রাজত্ব শুরু হয়েছিল, তাই বড় পর্দায় কাজ করিনি। কাটপিসের যুগও ছিল। সেজন্য প্রস্তাব পেলেও তখন সাহস করিনি’। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ নাটক দিয়ে মৌ পেশাদার অভিনয়শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নাটক করেছেন। পাশাপাশি মডেলিংও করেছেন তিনি। গ্রামীণ গল্পের নাটকে বেশ সরব তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা।