ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুদানের সিনেমায় দিলারা জামান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২১ নভেম্বর ২০২২

অনুদানের সিনেমায় দিলারা জামান

দিলারা জামান

মূলত পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মাকে নিয়ে সিনেমার গল্প আবর্তিত। সরকারি অনুদানের ‘ওমর ফারুকের মা’ নামের এ সিনেমা নির্মাণ করেছেন এমএ জাহিদুর রহমান (জাহিদুর রহমান বিপ্লব)। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। সিনেমার প্রিমিয়ার শো হবে রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ৩ ডিসম্বের বিকেল পাঁচটায়। এটা ২০১৭-২০১৮ সালের সরকারি অনুদানের সিনেমা। অনুদান হিসেবে নির্মাতা ১০ লাখ টাকা পেয়েছিলেন। এরপর নিজেও এতে অর্থ বিনিয়োগ করেছেন। সেই হিসেবে নির্মাতাও এই সিনেমার প্রযোজক। সিনেমাটির মূল গল্প এবং কাহিনীসংক্ষেপ পরিচালকের নিজের। চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।
নির্মাতা জানান, এটি মূলত পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মাকে নিয়ে গল্প। দিলারা জামান বলেন, আমি যখন জানতে পেরেছিলাম ওমর ফারুকের মা বেঁচে আছেন তখন তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি কথা বলতে পারছেন না। বারবার আমাকে ছুঁয়ে দেখছিলেন। সেই স্মৃতিটা চোখে এখনো বেশ উজ্জ্বল। আর যখন আমি অভিনয় করেছিলাম, তখন নিজেরই বারবার কান্না চলে আসছিল। নির্মাতা অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। তার জন্য অনেক দোয়া রইল।

×