ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মাতা তরুণ মজুমদার আর নেই

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ৪ জুলাই ২০২২

নির্মাতা তরুণ মজুমদার আর নেই

তরুণ মজুমদার

উত্তম-সুচিত্রাকে নিয়ে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র চাওয়া পাওয়াস্মৃতিটুকু থাক’, ‘দাদার কীর্তি’, ‘কাচের স্বর্গসহ বেশকিছু কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছিলেন ভারতের বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারবাংলা সিনেমার এ গুণী পরিচালক আর নেইসোমবার (৪ জুলাই) বেলা ১১টা ১৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেনমৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছরদীর্ঘ দুদশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিসাধীন ছিলেন তিনি১০০ শতাংশ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল

কিডনির সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তার১৯৩১ সালের ৮ জানুয়ারি অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারেরপ্রায় ষাট বছরের দীর্ঘ ক্যারিয়ার তার১৯৫৯ সালে ছবির জগতে পা রাখাকাজ করেছেন ২০১৮ সাল পর্যন্ত১৯৯০ সালে পদ্মশ্রীসম্মানে ভূষিত হয়েছিলেনতার উল্লেখ যোগ্য চলচ্চিত্র বালিকা বধূ (১৯৬৭), নিমন্ত্রণ (১৯৭১), কুহেলি (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), ফুলেশ্বরী (১৯৭৪), সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা (১৯৭৮)

গণদেবতাশ্রেষ্ঠ বিনোদনমূলক জনপ্রিয় চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল, আর নিমন্ত্রণপেয়েছিল শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কারতার হাতেই ক্যারিয়ার শুরু মৌসুমী চট্টোপাধ্যায়, তাপস পাল, মহুয়া রায় চৌধুরী, অয়ন বন্দ্যোপাধ্যায়েরতাপস পাল তার আটটি ছবিতে কাজ করেছেন

×