ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দুই ঘরে শ্যামল মাওলা

আনন্দকণ্ঠ ফিচার

প্রকাশিত: ১৯:৫০, ২ জুলাই ২০২৫

দুই ঘরে শ্যামল মাওলা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যালম মাওলা। নাটক ও ওটিটি দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করছেন তিনি। অনেকের মন্তব্য নাটকের চেয়ে ওটিটিতে বেশি জনপ্রিয় এ অভিনেতা। তাই বলে নাটক থেকে দূরে নন তিনি। সম্প্রতি তৌকির আহমেদের পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটকের শূটিং শুরু করেছেন অভিনেতা। এর আগে এ নির্মাতার ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতেও অভিনয় করেছেন শ্যামল। 
এদিকে আজ ওটিটিতে আসছে তার ক্রাইম থ্রিলার নতুন ওয়েব সিরিজ ‘কানাগলি’। এখানে তাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। যিনি শহরে একের পর এক খুনের রহস্য বের করেন।
এটি নির্মাণ করেছেন আহমেদ জিহাদ। গল্পের আরেকটু আঁচ মেলে নির্মাতার বয়ানে। তিনি জানান, গল্পের একপর্যায়ে তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের কাঁধে। কিন্তু অন্ধকারের গভীওে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী? তারই উত্তর মিলবে এই সিরিজের মাধ্যমে।
নিজের চরিত্রটি প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, যিনি মূলত ইনভেস্টিগেট করেন। প্রচ  থ্রিলারভিত্তিক গল্প। আর নির্মাতাকে নিয়ে বলব, তিনি নতুন কিন্তু খুব গুছিয়ে কাজটি করেছেন। আমি খুব এনজয় করেছি কাজটি করতে গিয়ে।’
 ‘কানাগলি’তে আরও অভিনয় করেছেন আইশা খান, করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশার প্রমুখ। 
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।

প্যানেল

×