ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বঙ্গবন্ধুর বাড়িতে রোকেয়া প্রাচীর ওপর হামলা

প্রকাশিত: ২১:৪২, ১৪ আগস্ট ২০২৪

বঙ্গবন্ধুর বাড়িতে রোকেয়া প্রাচীর ওপর হামলা

অভিনেত্রী রোকেয়া প্রাচীর

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা করা হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা করা হয়। রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গেও যুক্ত।

এর আগে ফেসবুকে এই অভিনেত্রী ১৫ আগস্টের শোকদিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। 

সন্ধ্যা নাগাদ বঙ্গবন্ধু জাদুঘরের সামনে উপস্থিত হয় বেশ কিছু মিডিয়া। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে রোকেয়া প্রাচীর এর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

এর আগে রোকেয়া প্রাচী জাতীয় শোকদিবস পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে লিখেছিলেন,‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করবো স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’ 

সেখানে অবস্থানরত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার পর হঠাৎ কিছু লোক বাড়িটির ভেতরে খালি জায়গায় মোমবাতি প্রজ্বালন করার চেষ্টা করে। এ সময় বাইরের কিছু লোক এসে তাদের ধাওয়া করলে ভেতরে অবস্থান করা লোকজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এরপর থেকেই সেখানে উত্তেজনা দেখা যাচ্ছে। এ ঘটনায় ৩২ নম্বরের বাড়িটির আশপাশে, রাপা প্লাজার সামনে পথচারী, এলাকার লোকজন ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা গেছে।

 

এম হাসান

×