
ছবি: সংগৃহীত।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা ও থানাভিত্তিক সেরা ফল করা শিক্ষার্থীদের জন্য আসছে আনন্দের খবর। ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSFI)’ স্কিমের আওতায় দেশের প্রতিটি উপজেলায় এই মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার।
এই উদ্যোগ বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)। আগামী ১৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
স্থানীয়ভাবে উপজেলা বা থানাভিত্তিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের অনুষ্ঠানের আয়োজন ও সময় নির্ধারণের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় স্কিম দপ্তরের ওপর।
এরই মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানো হয়েছে, এবং ক্রেস্ট ও সনদপত্র পাঠানো হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পালা।
পুরস্কার বাবদ উপজেলাগুলোর জন্য বরাদ্দ:
-
উপজেলা: ৮২,৩০০ টাকা
-
জেলা সদর: ১,০০,৮০০ টাকা
-
বিভাগীয় শহরের সদর উপজেলা: ১,২৯,৫৫০ টাকা
এই সম্মাননা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নুসরাত