ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

১৩ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৬, ১২ জুন ২০২৫

১৩ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

১৩ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

অন্যবারের চেয়ে এবার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে দেরি হচ্ছে। টানা ছুটিতে শিক্ষাবোর্ড কর্মকর্তারাও আছেন ছুটিতে। এরপরও আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর মধ্য দিয়ে ১৯ লাখের বেশি পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান হবে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ফলে ১৩ জুলাইয়ের পর ফল প্রকাশের সুযোগ নেই শিক্ষা বোর্ডগুলোর। 
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষকরা উত্তরপত্র (খাতা) মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। খুব অল্পসংখ্যক খাতা এসেছে। এখনো অনেক খাতা মূল্যায়ন বাকি। উত্তরপত্র মূল্যায়নে এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা তৎপর আছি। সব খাতা মূল্যায়ন শেষে সেগুলো হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়াসহ আনুষঙ্গিক কাজ করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে ড. খন্দোকার এহসানুল কবির বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তার আগে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সম্ভাব্য দিন ঠিক করে প্রস্তাব পাঠাবো। 
মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। 
এতে অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। গত ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এরপর থেকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

×