
ছবি: সংগৃহীত
জার্মানি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মুক্ত উচ্চশিক্ষা দেওয়ার জন্য পরিচিত। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেশীয় ও বিদেশি—সব শিক্ষার্থীদের জন্যই এই সুবিধা চালু রয়েছে। ২০১৪ সালে জার্মানির ১৬টি রাজ্য মিলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাতিল করে এবং সেটি এখনও কার্যকর রয়েছে।
ভর্তির শর্ত ও সেমিস্টার ফি
যদিও টিউশন ফি নেওয়া হয় না, শিক্ষার্থীদের অবশ্যই প্রতি সেমিস্টারে একটি নামমাত্র ফি দিতে হয়, যা সাধারণত ১৫০ থেকে ৩৫০ ইউরোর মধ্যে হয়ে থাকে। এই অর্থের মধ্যেই প্রশাসনিক খরচ ও অনেক সময় পাবলিক পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত থাকে।
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের জার্মান ভাষায় দক্ষতা থাকা জরুরি, কারণ অধিকাংশ কোর্স জার্মান ভাষায় পড়ানো হয়। এজন্য শিক্ষার্থীদের একটি স্বীকৃত জার্মান ভাষা কোর্স করে সার্টিফিকেট নিতে হয়, যা ভর্তির সময় প্রমাণ হিসেবে জমা দিতে হয়।
এছাড়া শিক্ষার্থীদের আবেদন করার সময় পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র (Letter of Recommendation), ভাষা দক্ষতা পরীক্ষার (Language Proficiency Test) ফলাফল, আবেদনপত্রের উদ্দেশ্য (Statement of Purpose) এবং প্রাসঙ্গিক স্ট্যান্ডার্ডাইজড টেস্টের ফলাফল জমা দিতে হয়।
জার্মানির যেসব শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ টিউশন ফি মুক্ত শিক্ষা প্রদান করে:
- টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (TUM)
- লুডউইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখ (LMU Munich)
- হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন
- ইউনিভার্সিটি অব বন
- ইউনিভার্সিটি অব ফ্রাইবুর্গ
- ইউনিভার্সিটি অব হামবুর্গ
- RWTH অ্যাখেন ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অব কোলোন
- ইউনিভার্সিটি অব লাইপজিগ
জার্মানিতে পড়াশোনা ২০২৫: জীবনযাত্রার ব্যয় ও স্কলারশিপ
জার্মানিতে বসবাসের মাসিক খরচ গড়ে ৮০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত হতে পারে। এই ব্যয় মেটাতে শিক্ষার্থীরা প্রতি বছর ১২০ দিন পূর্ণকালীন অথবা ২৪০ দিন খণ্ডকালীন কাজ করতে পারেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য জার্মানিতে বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
DAAD স্কলারশিপ: জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস কর্তৃক প্রদত্ত এই স্কলারশিপ বিভিন্ন প্রোগ্রামের জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
Deutschland Stipendium: মেধার ভিত্তিতে প্রদান করা হয় এই স্কলারশিপ, যা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়।
Erasmus+ প্রোগ্রাম: ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য অর্থায়নের সুযোগ প্রদান করে।
আবেদন করার আগে শিক্ষার্থীদের উচিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও সুযোগ-সুবিধা যাচাই করে নিজের একাডেমিক লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।
সূত্র: এনডিটিভি।
রাকিব