ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের ভারতীয় পণ্য বর্জনের বিক্ষোভ

প্রকাশিত: ০০:২৬, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের ভারতীয় পণ্য বর্জনের বিক্ষোভ

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ফেনী শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। ৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেস ক্লাব হয়ে খেজুর চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভের সময় সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ভারত সনাতন ধর্মের নাম ভাঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং ধর্মীয় দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা এসময় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, "৫ আগস্টের পর ফেনী শহরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বা ব্যবসায় হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে এবং অন্যায়-অত্যাচার চালিয়েছে, তারা সনাতন ধর্মের লোকদের দ্বারা কখনও সমর্থিত হবে না।"

এছাড়া সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, "ভারত অবৈধভাবে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, এবং এটি আমরা একেবারেই মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।"

বিক্ষোভে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথসহ অন্যান্য নেতারা।

নুসরাত

আরো পড়ুন  

×