ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

জাইকার অর্থায়নে ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:০৯, ৪ নভেম্বর ২০২৪

জাইকার অর্থায়নে ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে জাইকার অর্থায়নে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ (০৪ নভেম্বর) সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেইসবুক পেইজসহ শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে  এই তথ্যগুলো জানানো হয়।

নতুন ছাত্রী হল ছাড়াও ক্যাম্পাসে শাটল বাস চালু, মেডিকেল সেন্টার আধুনিকায়নসহ তুরস্কের অর্থায়নে ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুননির্মাণের মত মোট ১২ টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য যে, ঢাকা  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রতি সপ্তাহে সাপ্তাহিক হালনাগাদ তথ্য সম্বলিত বিজ্ঞপ্তি প্রচার করা হয়। ১২ টি উদ্যাগের মধ্যে আরো ছিল ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে কমিটি গঠন, অনুদান প্রদানসহ অসচ্ছল  শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থার মত উদ্যোগ।

গত ৩১ অক্টোবর ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোমোরি তাকাশি-এর নেতৃত্বে ৩-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিল।এর পূর্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন একটি হল নির্মাণের জন্য মার্কিন প্রতিনিধি দলের কাছে আর্থিক সহায়তা ও সহযোগিতা চেয়েছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্যকে বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য যে, এই বছরেই সিট সংকট সমাধানে কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা কয়েক দফা আন্দোলন করেন।

নাহিদা

×