ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চতুর্থ গণবিজ্ঞপ্তি, নতুন শিক্ষকদের জন্য বিশাল সুখবর

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩

চতুর্থ গণবিজ্ঞপ্তি, নতুন শিক্ষকদের জন্য বিশাল সুখবর

ফাইল ছবি।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া শিক্ষকরা ওয়েবসাইটে ঢুকে ‘অ্যাপ্লিকেন্ট কপি’ ডাউনলোড করতে না পারলে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনটিআরসিএর নিয়োগ সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) গণবিজ্ঞপ্তির আবেদনের কপি বা অ্যাপ্লিক্যান্ট কপির জন্য এনটিআরসিএর কার্যালয়ে আসা কয়েকজন নতুন শিক্ষকের সুপারিশ পাওয়া প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলেও তারা এ তথ্য জানিয়ে দিয়েছেন।

এনটিআরসিএ কর্মকর্তারা বলেন, অনেক নতুন শিক্ষক আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেন্ট কপি চাচ্ছেন। তারা ওই কপি ডাউনলোড করতে পারছেন না। অপশন চালু করতে অনুরোধ করছেন। আমরা বলেছি, নতুন শিক্ষকদের যোগদান বা এমপিওভুক্তির আবেদনের ক্ষেত্রে আবেদন বা অ্যাপ্লিক্যান্ট কপির প্রয়োজন হবে না। এমপিও নীতিমালাতেও এটা উল্লেখ নেই।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। সুপারিশপ্রাপ্তদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে যোগদান করতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

এমএম

×