ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এটিইও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না স্থগিত? যা জানা গেল

প্রকাশিত: ১৯:৩১, ১৬ আগস্ট ২০২৩

এটিইও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না স্থগিত? যা জানা গেল

ছবি: সংগৃহীত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগের বিজ্ঞপ্তিটি বাতিল নয়, আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। কিছু বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। সেসব বিষয় মিটে গেলে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবার আবেদন করতে পারবেন প্রার্থীরা। সে ক্ষেত্রে আবেদনের সময় বাড়িয়ে দেওয়া হবে। 

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা যায়,  এটিইও পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির সঙ্গে অসামঞ্জস্যের কারণে অনলাইনে আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন >> দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি, উভয় প্রতিষ্ঠানে এমপিওভুক্ত!

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য প্রাথমিকের শিক্ষকদের কত দিনের অভিজ্ঞতা থাকতে হবে, সেটি নির্ধারণে আমরা পর্যালোচনা শুরু করেছি। পর্যালোচনা শেষে শিগগিরই জানানো হবে। 

আরও পড়ুন >> শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠোর নির্দেশনা

উল্লেখ্য, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে গত ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ দিন ছিল ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ করে আবেদন স্থগিত করা হয়।

এমএম

×