ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রেণি : সপ্তম, অধ্যায় : দ্বিতীয় (কম্পিউটার-সংশ্লিষ্ট যন্ত্রপাতি)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

হুমায়রা সুলতানা নীলা

প্রকাশিত: ০০:৪৭, ৩০ নভেম্বর ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কম্পিউটার

প্রাক্তন শিক্ষক
ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। বর্তমানে কোনটি খুব দ্রুত বদলে যাচ্ছে?
ক) কম্পিউটার                         খ) মোবাইল  
গ) প্রযুক্তি                               ঘ) প্রজেক্টর
উত্তর : গ) প্রযুক্তি                           
২। কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্রটি কী?  
ক) মাউস                               খ) কীÑবোর্ড
গ) ঙগজ                             ঘ) ঙঈজ
উত্তর : খ)  কীÑবোর্ড   
৩। ইন্টারনেটভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে কোন ডিভাইসটির জনপ্রিয়তা লক্ষ্য করা যায়?
ক) কী-বোর্ড                           খ) মাইক্রোফোন  
গ) মাউস                               ঘ) ডিভিডি
উত্তর : খ) মাইক্রোফোন  
৪। কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য বেশিরভাগ ডিজিটাল ক্যামেরায় থাকেÑ
ক) ইউএসবি পোর্ট                     খ) প্যারালাল পোর্ট  
গ) সিরিয়াল পোর্ট                      ঘ) পিএসটু পোর্ট
উত্তর : ক) ইউএসবি পোর্ট  
৫। অপরাধ সনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক) স্পিকার                             খ) প্রিন্টার
গ) মাইক্রোফোন                       ঘ) ওয়েবক্যাম
উত্তর : ঘ) ওয়েবক্যাম
৬। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত বা হাতের লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কী?
ক) ওসিআর                  খ) ওএমআর
গ) স্ক্যানার          ঘ) সøটার
উত্তর : গ) স্ক্যানার                           
৭। ঙগজ কোন ধরনের যন্ত্র?
ক) আউটপুট                           খ) ইনপুট
গ) ইনপুট-আউটপুট                   ঘ) মডেম
উত্তর : খ) ইনপুট
৮। মেমোরির প্রকারভেদ প্রধানত কোনগুলো?
ক) প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি
খ) জঅগ ও জঙগ  
গ) ঈঠ ও উঠউ
ঘ) ঐধৎফ উরংশ ও ঋষড়ঢ়ঢ়ু উরংশ
উত্তর : ক) প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি
৯। তথ্যের ধারক কোনটি?
ক) প্রিন্টার                         খ) মনিটর
গ) মেমোরি                        ঘ) সøটার
উত্তর : গ) মেমোরি
১০। র‌্যামের ধারণ ক্ষমতার একক হলোÑ
র) বাইট         রর) মেগাবাইট         ররর) কিলোবাইট
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১১। বিদ্যুৎ থাকা না থাকার উপর কোন মেমোরি নির্ভর করে না?
ক) রম                                  খ) হার্ডডিস্ক
গ) র‌্যাম                                ঘ) মেমোরি কার্ড
উত্তর : ক) রম                                  
১২। কম্পিউটার বন্ধ করলে কোনটি থেকে তথ্য শূন্য হয়ে যায়?
ক) রম                                খ) হার্ডডিস্ক  
গ) র‌্যাম                               ঘ) প্রসেসর
উত্তর : গ) র‌্যাম                               
১৩। সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্য কোথায় জমা রাখে?
ক) সহায়ক মেমোরিতে            খ) প্রধান মেমোরিতে
গ) সিডিতে                       ঘ) মাদার বোর্ডে
উত্তর : খ) প্রধান মেমোরিতে  
১৪। ১ গই = কত?
র) ১০২৪ শই        রর) ১০২৪ দ্ধ ১০২৪ ইুঃব  
ররর) ১০২৪ দ্ধ ১০২৪ দ্ধ ৮ নরঃ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১৫। বর্তমানে ব্যবহৃত আধুনিক কম্পিউটারগুলোতে কমপক্ষে কোন সাইজের জঅগ দরকার?
ক) ১ গিগাবাইট                    খ) ২ গিগাবাইট
গ) ৪ গিগাবাইট                    ঘ) ৮ গিগাবাইট
উত্তর : খ) ২ গিগাবাইট
১৬। ঙগজ এর কাজের ধরণ কোনটির মতো?
ক) স্ক্যানার                         খ) কী-বোর্ড
গ) মাইক্রোফোন                 ঘ) প্রিন্টার
উত্তর : ক) স্ক্যানার                               
১৭। ইনপুট ডিভাইস হচ্ছে-
র) কী-বোর্ড        রর) মাউস       ররর) প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
১৮। জঙগ নিচের কোনটি?
ক) স্থায়ী মেমোরি                       খ) অস্থায়ী মেমোরি
গ) সহায়ক মেমোরি                   ঘ) ক্যাশ মেমোরি
উত্তর : ক) স্থায়ী মেমোরি

×