ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

প্রকাশিত: ২১:২২, ৪ অক্টোবর ২০২২

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

লোগো

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তা পেতে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে।

ফলে স্নাতক (অনার্স) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিত করতে আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোমবার (৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সাক্ষর করেন সহকারী পরিচালক আনোয়ার হোসেন সোহাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট  ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা প্রদানের অনলাইন আবেদনের সময় আগামী ৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। 

ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে http://www.eservice.pmeat.gov.bd/admission-লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। 

ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আগামী ৬ অক্টোবরের মধ্যে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

 এসআর

×