ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৫:০৩, ১৩ আগস্ট ২০২২; আপডেট: ১৫:১১, ১৩ আগস্ট ২০২২

ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব‌লেছেন, ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক। যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব সেটাকে টেনে ৪ বছরে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনাতায়নে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দীপু মনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের। সেখানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের কোনও মানে নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

এসআর

×