
প্রভাষক হিসাববিজ্ঞান
হলিফ্লাওয়ার মডেল কলেজ
ঝিগাতলা, ঢাকা।
ইমেইল- [email protected]
মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪
শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য থাকছে অধ্যায় চার হতে আলোচনা-
চতুর্থ অধ্যায় ঃ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনঃ যে সকল লেনদেন সমূহ অনিয়মিত হয়, টাকার অংকে তুলনমূলক বড় হয় এবং এক বছরের অধিক সময়ের জন্য হয়ে থাকে তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন –মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ, জমি ক্রয় ইত্যাদি।
মূলধন জাতীয় লেনদেন সমূহ নিন্মরূপঃ
১) মূলধন জাতীয় প্রাপ্তি : (অনিয়মিত এবং দীর্ঘমেয়াদি প্রাপ্তি)
- মূলধন
-মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ।
-বন্ধকি ঋণ।
-ঋণ গ্রহণ বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ।
-বিনিয়োগ বিক্রয়।
-জমি, দালানকোঠা, পুরোনো আসবাবপত্র বিক্রয়।
-শেয়ার বিক্রয়।
-উইলকৃত সম্পত্তি অর্জন।
২) মূলধন জাতীয় আয় ঃ (অনিয়মিত এবং দীর্ঘমেয়াদি আয়)
-স্থায়ী সম্পত্তি (আসবাবপত্র, যন্ত্রপাতি) বিক্রয়জনিত লাভ।
-পুরোনো আসবাবপত্র বিক্রয়জনিত লাভ।
-অধিহারে ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ।
-শেয়ার অধিহার/প্রিমিয়াম।
৩) মূলধন জাতীয় ব্যয় ঃ (অনিয়মিত এবং দীর্ঘকাল স্থায়ী)
-সুনাম অর্জনের ব্যয়।
-যন্ত্রপাতি/ মেশিন ক্রয়।
-যন্ত্রপাতি/ মেশিন ক্রয়ের আমদানি শুল্ক।
-যন্ত্রপাতি বহন খরচ।
-যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ।
-পুরোনো আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি
-টেবিল ফ্যান ক্রয়।
-সদ্য ক্রয়কৃত পুরোনো মেশিনের মেরামত ব্যয়।
-নতুন মেশিনের মেরামত ব্যয়।
-পুরোনো মেশিন ব্যবহার উপযোগী করার মেরামত ব্যয়।
-টাইপ মেশিন, আসবাবপত্র, দালানকোঠা ক্রয়।
-বিনিয়োগ।
-ইজারা সম্পত্তির ব্যয়।
-পেটেন্ট অর্জন ব্যয়।
-স্থায়ী সম্পত্তির রেজিস্ট্রেশন ব্যয়।
-ট্রেডমার্ক অর্জন ব্যয়।
-গ্রন্থস্বত্ব অর্জন ব্যয়।
-নিষ্কর ভূমি ক্রয়।
-বৈদ্যুতিক মিটার, এসি ক্রয় ।
-নতুন দালানের রং খরচ।
-বৈদ্যুতিক পাখা ক্রয়।
-অফিসের জন্য ফটোস্ট্যাট মেশিন ক্রয়।
-জমি ক্রয়ের আইন খরচ।
-যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ ব্যয়।
-ঋণপত্রের অবহার।
-যন্ত্রপাতির পরিবহন ব্যয়।
-শেয়ার অবহার।
-দালানকোঠার সম্প্রসারণ।
-প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয়।
-বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়।
-জমি/ভূমি ক্রয়।
মুনাফা জাতীয় লেনদেনঃ
যে সকল লেনদেন সমূহ নিয়মিত হয়, টাকার অংকে তুলনমূলক ছোট হয় এবং এক বছরের কম সময়ের জন্য হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমন –পন্য ক্রয়, বেতন প্রদান, পন্য বিক্রয় ইত্যাদি।
মুনাফা জাতীয় লেনদেন সমূহ নিন্মরূপঃ
১) মুনাফা জাতীয় আয়সমূহ ঃ (নিয়মিত এবং স্বল্পকালের জন্য )
-পণ্য বিক্রয়।
-শেয়ার হস্তান্তর ফি
-উপভাড়া।
-প্রাপ্ত ভাড়া।
-প্রাপ্ত বাট্টা।
-প্রাপ্ত কমিশন।
-লভ্যাংশ প্রাপ্তি।
-বিনিয়োগের সুদ।
-শিক্ষানবীশ সেলামি।
-উত্তোলনের সুদ।
-অনাদায়ী পাওনা আদায়।
-স্থায়ী আমানতের সুদ।
-সঞ্চয়পত্রের সুদ।
২. মুনাফা জাতীয় ব্যয় : ( নিয়মিত এবং স্বল্পকালীন ব্যয়)
-প্রারম্ভিক মজুত পণ্য।
-পণ্য ক্রয়।
-ক্রয় পরিবহন
-আমদানি শুল্ক
-নগর শুল্ক
-ডক চার্জ
-পণ্য ক্রয়ের জন্য জাহাজ ভাড়া
-মজুরি
-বিক্রয়ের উদ্দেশ্যে অফিস সরঞ্জাম ক্রয়
-বিক্রয়ের উদ্দেশ্যে অফিস সরঞ্জাম ক্রয়ের আমদানি শুল্ক
-আমদানিকৃত কাঁচামালের জাহাজ ভাড়া
-কারখানা ভাড়া
-সুনামের অবলোপন
-বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয়
-ইজারা সম্পত্তির অবলোপন
-মেশিনের মেরামত ব্যয়
-শিক্ষানবীশ ভাতা
-মনিহারি ক্রয়
-আয়কর প্রদান (কোম্পানির ক্ষেত্রে)
-প্রদত্ত ভাড়া/ বাড়িভাড়া
-বিদেশ ভ্রমণ ব্যয়
-বিক্রয়ের টাকা আদায়ের জন্য আইন খরচ
-দপ্তর খরচ
-প্রাথমিক খরচাবলির অবলোপন
-অফিস বেতন
-অফিস ভাড়া
-দালানকোঠা মেরামত ব্যয়
-মোটরগাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়
-লাইসেন্স নবায়ন ব্যয়
-অনাদায়ী পাওনা
-প্যাকিং খরচ
-বৈদ্যুতিক খরচ
-আসবাবপত্রের বার্ষিক মেরামত ব্যয়
-আসবাবপত্রের অবচয়
-বোনাস প্রদান
-প্রদত্ত বাট্টা
-প্রদত্ত কমিশন
-বিক্রয় পরিবহন
-বীমা সেলামি
-ঋণের সুদ
৩) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঃ (অনিয়মিত এবং পরবর্তী বছরেও এদের সুবিধা পাওয়া যাবে)
-নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়
-সম্পদ মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয়
-বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়
-ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
-প্রাথমিক ব্যয় ইত্যাদি।
৪) মুনাফা জাতীয় প্রাপ্তি ঃ (নিয়মিত ও স্বল্পকালের জন্য প্রাপ্তি)
-পণ্য বিক্রয়লব্ধ অর্থ
-ব্যাংকে জমা টাকার সুদ
-প্রাপ্ত বাড়ি ভাড়া
-প্রাপ্ত কমিশন ইত্যাদি।
৫) আবর্তক খরচ ঃ পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, বেতন ও মজুরি, ভাড়া, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ইত্যাদি খরচ যা বারবার বা নিয়মিত সংঘটিত হয় অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়কে আবর্তক খরচ বলা হয়।