ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আব্দুর রশিদ;###;সিনিয়র শিক্ষক;###;বিএএফ শাহীন কলেজ;###;কুর্মিটোলা, ঢাকা

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় ॥ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

প্রকাশিত: ১১:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় ॥ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

১. নিচের কোনটিএপ্লিকেশনসফটওয়্যার? ক. টাইমশেয়ারিং খ. ক্লায়েন্টসার্ভার গ. এক্সেল ঘ.রিসোর্স শেয়ারিং ২.সফটওয়্যার কোনটি ? ক. কীবোর্ড খ. মাউস গ. ফটোশপ ঘ.মনিটর ৩. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? ক. ওয়ার্ড খ. এক্সেল গ. টাইমশেয়ারিং ঘ.ফটোশপ ৪. ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার শুরু করা যায় ICT যন্ত্রটি i. Setup করলে ii. Shut down করলে iii. Restart করলে নিচের কোনটিসঠিক? ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii ৫. কম্পিউটারে সিডি, ভিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে- i. Auto run প্রোগ্রামটি সচল হয়ে যায় ii. Auto run প্রোগ্রামটি অচল হয়ে যায় iii. Setup করার অনুমতি চায় নিচের কোনটিসঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৬. বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে যুক্ত থাকে- i. Photo run ii. Auto run iii. Serial No. নিচের কোনটিসঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৭. সফটওয়্যারের সফট বা ডিজিটাল কপি পাওয়া যেতে পারে- i. সিডি ও ডিভিডি থেকে ii. পেনড্রাইভ ও ইন্টারনেট থেকে iii. প্রিন্টার থেকে নিচের কোনটিসঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৮. আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের- ক. রেজিস্ট্রি ফাইলে থাকেনা খ. রেজিস্ট্রি ফাইলে থেকে যায় গ. হোম পেজ থেকে যায় ঘ. লোকাল পেজে থেকে যায় ৯. কোনটি দিয়ে ফাইল সেভ করতে হয়? ক. নাম খ. বয়স গ. নম্বর ঘ.চিত্রনয় ১০. নিয়ম অনুসরণ করে ডিলিট কলে যেকোনো সফটওয়্যার- ক. সম্পুর্ণভাবে রেখে দেওয়া সম্ভব খ. সম্পুর্ণভাবে কেটে ফেলা সম্ভব গ. সম্পুর্ণ মুছে ফেলা সম্ভব ঘ. সম্পুর্ণভাবেমুছে ফেলা সম্ভব নয় উত্তর ঃ ১(গ) ২(ঘ) ৩(ঘ) ৪(খ) ৫(খ) ৬(খ) ৭(ক) ৮(খ) ৯(ক) ১০(ঘ)।
×