পূর্ব প্রকাশের পর
ভূগোল ও পরিবেশ
১৯. ভূকম্পন প্রবণতার কারণে ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে
র. পানির স্তর নিচে নেমে যাওয়ায়
রর. নগর গড়ার চাপ ক্রমেই বেড়ে যাওয়ায়
ররর. বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২০. ধূমকেতু কখন দেখতে পাওয়া যায়?
ক) পৃথিবীর নিকটবর্তী হলে খ) সূর্যের নিকটবর্তী হলে
গ) সূর্য থেকে দূরে গেলে ঘ) চাঁদের নিকটবর্তী হলে
২১. লালমাই পাহাড়টি বিস্তৃতি লাভ করেছে?
র. লালমাই থেকে বুড়িচংরর. লালমাই থেকে পাহাড়পুর
ররর. লালমাই থেকে ময়নামতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) ররর
২২. বাতাস সম্পদ নয় কেন?
ক) এর কোনো উপযোগ নেই খ) এর চাহিদা যোগান অপেক্ষা বেশি
গ) এর বিনিময় মূল্য অধিক ঘ) এর যোগান অসীম
২৩. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন?
ক) পৃথিবীর জ্ঞান ভান্ডার খ) পৃথিবীর জ্ঞানের আধান
গ) পৃথিবীর বর্ণনা ঘ) পৃথিবীর বিজ্ঞান
২৪. বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে-
র. চলনবিল রর. মাদারিপুর বিল ররর. সিলেট অঞ্চলের হাওর
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২৫. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন?
ক) সম্পদের ব্যবহার খ) চাহিদা পূরণ
গ) অভ্যন্তরীণ উন্নয়ন ঘ) পরিবেশের ভারসাম্য
২৬. সমুদ্র স্রোতের কারণ হলো-
র. নিয়ত বায়ু প্রবাহ রর. আহ্নিক গতির প্রবাহ
ররর. সমুদ্রের পানির তাপের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২৭. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি?