ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপান থেকে মোংলায় এলো ১২৮০ গাড়ি 

প্রকাশিত: ১৮:০০, ৭ আগস্ট ২০২২

জাপান থেকে মোংলায় এলো ১২৮০ গাড়ি 

মোংলা বন্দর

প্রথমবারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবোঝাই একটি জাহাজ।

রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়,  জাপান থেকে জাহাজটিতে ১২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। 

এর আগে জাপান থেকে  ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে।  পদ্মা সেতুর কারণে খরচ ও দূরত্ব কমায় আমদানিকারকরা মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করছেন বলে জানান কমান্ডার শেখ ফখরউদ্দিন।

গাড়িবাহী এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পদ্মা সেতুর পর এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। আজই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে।

 

×