জুন ২২শে, কানাডার স্কারবোরোতে বিসিসিবি ওমেনের পক্ষে আয়োজিত হয় ঈদ আড্ডা। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন।বিসিসিবি ওমেনের সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।