ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আয়কর রিটার্ন ছাড়াই সঞ্চয়পত্র কেনার সুযোগ, জানুন নতুন নিয়ম

প্রকাশিত: ১৮:০২, ২৩ জুলাই ২০২৫

আয়কর রিটার্ন ছাড়াই সঞ্চয়পত্র কেনার সুযোগ, জানুন নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না—সম্প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদফতর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে, যা পূর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটের ভিত্তিতে গৃহীত হয়েছে।

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১০ লাখ টাকার অধিক পরিমাণে সঞ্চয়পত্র কিনতে হলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করতে হবে। তবে ১০ লাখ টাকার নিচে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা আর থাকবে না, ফলে স্বল্প-মধ্যম আয়ের জনগণের জন্য সঞ্চয়পত্র কেনার পথ আরও সহজ হলো।

এর আগে চলতি বছরের ৩০ জুন, জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১.৯৮ শতাংশ, আর সর্বনিম্ন হার ৯.৭২ শতাংশ। এই হার ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

নতুন কাঠামোয় সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের দুইটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে আছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরে বিনিয়োগকারীরা। এই বিভাজনের ভিত্তিতে সুদ নির্ধারণ ও কর সংক্রান্ত কিছু বিধানও প্রযোজ্য হয়।

 

 

এই সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়পত্র কেনা আরও সহজ এবং স্বচ্ছ হবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সরকারের এই উদ্যোগ স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে সঞ্চয়ে উৎসাহিত করবে বলেও তারা মনে করেন।
 

ছামিয়া

×