কাজীপাড়া মেট্রো স্টেশন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় বন্ধ থাকবে মিরপুর-১০ স্টেশন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোস্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
শহিদ