ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০১:২৫, ৬ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে লেনদেন কমেছে

পুঁজিবাজারে লেনদেন কমেছে

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে প্রায় ১২ পয়েন্ট। এ দিন বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। তবে সূচক বাড়লেও ডিএসই ও সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে। 
ডিএসইতে সব খাত মিলে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৪টির। আর ১৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় বিমা খাতের মাত্র ৭টি কোম্পানি নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩টির। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬০ কোটি টাকা। যা গতকাল লেনদেন হয় ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৩১ কোটি ৭৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। প্রতিষ্ঠানটি ২৫ কোটি ৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছ।

দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ক্রমানুসারে- এসকে ট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিক, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইল, ইয়াকিন পলিমার এবং জিকিউ বলপেন। 

×