ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

​​​​​​​অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ৪ জুন ২০২৩

বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

.

জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে মূল্যসূচক। তবে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই সবকটি সূচকের বড় উত্থান হয়। কিন্তু লেনদেনের শেষদিকে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ১০০টির দাম কমেছে।

আর ১৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় পয়েন্ট বেড়ে হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় পয়েন্ট কমে হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

 

×