
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় মানুষ এখন সময় পেলেই ঘুরতে যায় বলে মন্তব্য করেছেন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী ডিসি স্কয়ারে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠান উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশ ও দলের নেতৃত্ব দিচ্ছেন। তার যোগ্য লিডারশিপে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন হয়েছে। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। সবাই সুযোগ পেলেই এখন ঘুরতে বের হয়। তাই কুয়াকাটাসহ কোনো পর্যটন স্পষ্টেই জায়গা পাওয়া যায় না।
তিনি বলেন, স্থানীয় ক্ষুদ্র ও কুটিরশিল্পকে গতিশীল করতে সরকারের নানা পদক্ষেপ রয়েছে। স্থানীয় সমীক্ষা শেষে এ শিল্প গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএম