ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পদ্মা ব্যাংকের নতুন চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১:২০, ২০ জানুয়ারি ২০২৩

পদ্মা ব্যাংকের নতুন চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন

সৈয়দ তৌহিদ হোসেন

সম্প্রতি পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ তৌহিদ হোসেন। তিনি সিওও (চিফ অপারেটিং অফিসার) এবং ঈঅগখঈঙ হিসেবে ব্যাংকের অপারেশন্স এবং অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশন পরিচালনা করবেন। গত এপ্রিলে ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের দায়িত্ব নিয়ে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হিসেবে পদ্মা ব্যাংকে যোগ দেন সৈয়দ তৌহিদ হোসেন।

সুদীর্ঘ ১৭ বছরের বর্ণিল ব্যাংকিং ক্যারিয়ার তাঁর। ব্যাংক আলফালাহ দিয়ে যাত্রা শুরু করে শেষে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব ব্রাঞ্চ অপারেশন্সের দায়িত্ব পালন করেন। এছাড়াও কান্ট্রি অপরেশন্স, কম্পলায়েন্স অ্যান্ড রিকনসিলেশনসহ বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। -বিজ্ঞপ্তি

×