ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিকেএমইএ-সেইপ ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:৪৫, ১১ নভেম্বর ২০২২

বিকেএমইএ-সেইপ ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বিকেএমইএ-সেইপ ট্রেইনিং প্রোগ্রাম

বিকেএমইএ-সেইপ প্রজেক্টের অধীনে ‘সোশ্যাল কম্প্লায়েন্স এন্ড এইচআরএম’ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেএমইএ ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী। 

এসময় মির্জা মোঃ আকবর আলী চৌধুরী বলেন, প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা কারখানায় সোশ্যাল কমপ্লায়েন্স, অগ্নি নিরাপত্তা, পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদনশীলতা এবং বাংলাদেশের অর্থনীতি ও নীট শিল্পের বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। 

আইএআরটি চট্টগ্রামের ইউনিট অ্যাডমিনিস্ট্রেটর মো. আবু ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র যুগ্ম সচিব ও কোর্স অর্গানাইজার মো. আলতাফ উদ্দিন, উপ-সচিব মো. সোহেল প্রমুখ। 

স্বপ্না

সম্পর্কিত বিষয়:

×