ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএমডাব্লিউ গাড়িতে ১৪ ত্রুটি

প্রকাশিত: ০৪:০৪, ২৫ মে ২০১৮

বিএমডাব্লিউ গাড়িতে ১৪ ত্রুটি

বিএমডাব্লিউ গাড়ির কম্পিউটার ব্যবস্থায় রয়েছে ১৪টি ত্রুটি, চীনা এক সাইবার নিরাপত্তা গবেষণাগারের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই ত্রুটিগুলোর কারণে আক্রান্ত গাড়িগুলো ব্যবহারের সময় হ্যাকারদের হাতে অন্তত আংশিক নিয়ন্ত্রণ চলে যেতে পারে। গবেষকরা আক্রান্ত ইউএসবি স্টিক যুক্ত করার মাধ্যমে গাড়িগুলোর নিরাপত্তা লঙ্ঘনের উপায় শনাক্ত করেছেন। শুধু ইউএসবি স্টিক নয়, ব্লুটুথ আর গাড়িগুলোর নিজস্ব থ্রিজি/ফোরজি ডেটা লিঙ্কের মতো মাধ্যমগুলো দিয়েও এই নিরাপত্তা লঙ্ঘন সম্ভব, উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। বিএমডাব্লিউ এই ত্রুটিগুলো সমাধানে কাজ করছে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাহকদেরকে সফটওয়্যার আপডেট আর সামনের মাসগুলোতে জার্মান প্রতিষ্ঠানটির আনা অন্যান্য পদক্ষেপের দিকে নজর রাখতে পরামর্শ দেয়া হয়েছে। চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট অধীনস্থ কিন ল্যাব ২০১৭ সালের জানুয়ারিতে তাদের গবেষণা শুরু করে। -অর্থনৈতিক রিপোর্টার
×