ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্টক এক্সচেঞ্জের কর্পোরেট ফাইন্যান্স তদারকি করবে কমিশন

প্রকাশিত: ০৪:২৯, ১৮ মার্চ ২০১৮

স্টক এক্সচেঞ্জের কর্পোরেট ফাইন্যান্স তদারকি করবে কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, এ বিষয়ে স্বচ্ছতা আনা ইত্যাদি উদ্দেশে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গঠন করা হয় আলাদা কর্পোরেট ফাইন্যান্স বিভাগ। ২০১২ সালে এই বিভাগ গঠিত হলেও তেমন কোন কাজে আসছে না। এমন অবস্থায় ডিএসই ও সিএসইর এ বিভাগের কার্যক্রমকে খতিয়ে দেখতে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দুই স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য আলাদা দুটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির মধ্যে ডিএসইর কাজের খোঁজ-খবর নিবেন বিএসইর উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক মোঃ বণি ইয়ামিন খান। তারা আগামী ২১ ও ২১ মার্চ ডিএসই পরিদর্শন করবেন বলে জানা গেছে। অন্যদিকে আগামী ২৮ ও ২৯ মার্চ সিএসইতে যাবেন বিএসইসির উপপরিচালক মোঃ মিরাজ উস-সুন্নাহ ও সহকারী পরিচালক মৌদুদ মোমেন। এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, বিএসইসির একটি গ্রুপ ডিএসইর কর্পোরেট গর্ভন্যান্স, ফিন্যান্স রিপোর্টিং এ্যান্ড কমপ্লায়েন্স (সিজিএফআরসি) বিভাগ পরিদর্শনে আসবে শুনেছি। তবে কবে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধতন কর্মকর্তা বলেন, যে উদ্দেশে দুই স্টক এক্সচেঞ্জে কর্পোরেট ফিন্যান্স বিভাগটি খোলা হয়েছে, সে লক্ষ্যের কিছুই অর্জিত হয়নি। আমরা চাচ্ছি এই বিভাগটির কার্যক্রম আরও শক্তিশালী করতে। এটি করা গেলে কোম্পানিগুলোর তথ্য দেয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে। ভূল কোন তথ্য দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করবে না। তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়াতে ২০১২ সালে ডিএসই ও সিএসইতে আলোচিত বিভাগটি খোলা হয়। পরবর্তীতে ২০১৫ সালের লিস্টিং রেগুলেশনে তাদের আরও ক্ষমতাবান করা হয়। তাদের কার্যক্রমে খুশি হতে পারছে না কমিশন। তাদের সক্রিয় করতে এই উদ্যোগ। অন্যদিকে প্রতিষ্ঠার হওয়ার পর থেকে তারা কী কাজ করেছে তারও একটি বিষয় দেখবে কমিশনের এই পরিদর্শন কমিটি। এ দিকে ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর সিজিএফআরসি বিভাগে একজন ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এখানে কর্মরত রয়েছে। যেখানে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩০০ শ’রও বেশি। অন্যদিকে সিএসইর সিএফডি বিভাগে এক সময় ডিজিএম থাকলেও বর্তমানে চলছে ডেপুটি ম্যানেজার দিয়ে। সেখানেও চারজন কর্মকর্তা রয়েছেন।
×