ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাড়ে চার বছরের মধ্যে বড় পতন

প্রকাশিত: ০৩:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সাড়ে চার বছরের মধ্যে বড় পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের বড় ধরনের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজারের ঘরে অবস্থান করছে। যা গত সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পতন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪০৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে ৩৬৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৫ কোটি ৪৪ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ৩০২টির। আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৯১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, উসমানিয়া গ্লাস ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বার্জার পেইন্ট, মুন্নু জুট স্টাফলার, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং, রংপুর ফাউন্ড্রি, এনভয় টেক্সটাইল, লিন্ডে বিডি, ভ্যানগার্ড মিউচ্যুয়াল ফান্ড ও এএমসিএল (প্রাণ)। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মাইডাস ফাইন্যান্স, অলটেক্স, সামিট পোর্ট এলায়েন্স, সাইফ পাওয়ার টেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফাইন ফুড, ন্যাশনাল ফিড মিল, ফার কেমিক্যাল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২১৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ার টেক, কেয়া কসমেটিক, বিডি ফাইন্যান্স, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো।
×